নিজস্ব প্রতিবেদক //রণাঙ্গনের মুক্তিযুদ্ধা বাংলাদেশ সেনাবাহিনীর ১৯৯৭ইং সনের অবসর প্রাপ্ত সেনা সৈনিক, হাজ্বী মোঃ নাছির উদ্দিনের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়।
প্রথমে ব্রাহ্মণপাড়া এসিল্যান্ড এর নেতৃত্বে ও বাংলাদেশ পুলিশ বাহিনীর একটি টিম সম্মান প্রদানের মাধ্যমে স্বরন করা হয়।
দ্বিতীয়ত কুমিল্লার সেনানিবাস ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনীর একটি টিম গার্ড অব অনার দেয়।
রাষ্ট্রীয় মর্যাদায় এক মিনিট নিরবতা পালন জাতীয় প্রতাকা উত্তলন বিউগলে করুণ সুরের মধ্য দিয়ে মরহুমের মর দেহে পুষ্পস্তবক অর্পণ করে।
দীর্ঘ দিন শারীরিক অসুস্থতা থাকার ফলে শুভ কাঙ্খীত পবিত্র রমজান মাসে শনিবার( ৮-মার্চ) রাত ৮ঃ২০ ঘটিকার সময় জন্ম ভূমিস্হ মাটি নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
মৃতু হাজ্বী নাছির উদ্দিন কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলার চৌব্বাস গ্রামের বাসিন্দা হয়।তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে ০১/০১/১৯৭১ইং সালে যোগাদান করেন। রেজিমেন্টে ৪৮ই বেঙ্গল কোর্পোরাল থেকে ৩১/১২/১৯৯৩ইং সালে অবসর গ্রহণ করেন। পাঁচ ছেলে ও দুই কন্যা সন্তানসহ নাতি নাতনি পুত্র বন্ধু ভাই বেরাদর এবং বহু আত্নীয় স্বজন রেখে যান।সকলে মরহুমের মৃর্তুতে অশ্রু ভেজা কান্নায় ভেঙে পড়ে, এলাকায় ছড়িয়ে পড়ে শোকের ছায়া।
জানাযার শুরুর পূর্বে ব্রাহ্মণপাড়া উপজেলা, ইউনিয়ন ওয়ার্ডের উলামা মাশায়েখগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত জনতা ওনার কৃতিত্বের কথা তুলে ধরেন, উনি যে একজন ভালো মানুষ ছিলেন জানাজায় সর্বোচ্চ ধব্বণির মাধ্যমে প্রকাশ পায়,সকলে তার আত্মার মাগফেরাত কামনা করেন।
রবিবার (৯-মার্চ)বাদে যোহর চৌব্বাস পশ্চিমপাড়া জামে মসজিদের
মাঠে রাষ্ট্রীয় মর্যাদার স্বরণ শেষে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।