মোঃ মাসুম উদ্দিন রানাঃ খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলা বিএনপির আয়োজনে ৫ আগস্ট মানিকছড়ি উপজেলা বিজয় মিছিল এবং ৬ আগস্ট খাগড়াছড়ি জেলায় বিজয় মিছিল সফল করার লক্ষে বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীকে নিয়ে বিএনপির দলীয় অফিসে প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মানিকছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর হোসেনের সঞ্চালনায় বিএনপির সভাপতি এনামুল হক এনামের সভাপতিত্বে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন মানিকছড়ি উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা বিএনপির উপদেষ্টা কাসেম মাষ্টার, বিএনপির সিনিয়র সভাপতি আরব আলী, সহ-সভাপতি মো আওয়াল ও মোঃ জয়নাল ,যুগ্ন সম্পাদক মোঃ কাসেম, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মাষ্টার, উপজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মীর হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন কিশোর,জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম,উপজেলা মহিলা নেত্রী সালমা বেগম, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আমির হোসেনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন বিভিন্ন আন্দোলন সংগ্রামের ফলে ৫আগস্ট ফ্যাসিস্ট খুনী হাসিনা অবৈধ সরকার পতনের মধ্য দিয়ে দেশে শান্তি ফিরে আসে, সাধারণ জনতা নিজেদের অধিকার ও বাক স্বাধীনতা ফিরে পেয়েছে, বৈষম্যহীণ একটি সুন্দর রাষ্ট্র অবকাঠামো প্রতিষ্ঠার উদ্ভব হয়েছে, এরি অংশ হিসেবে ৫তারিখ মানিকছড়ি উপজেলায় বিজয় মিছিল অনুষ্ঠিত হবে, তাই সকল ইউনিয়ন থেকে সকল নেতাকর্মীকে উক্ত মিছিলে অংশ গ্রহণের মধ্য দিয়ে বিজয় মিছিল সফল করার জন্য আহবান জানান।